চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা

2020-10-29-12-01-caa8082e6a15c6153ca04340a3bf7587
বেগম চেমন আরা তৈয়ব, চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা।

বেগম চেমন আরা তৈয়ব (সাবেক সংসদ সদস্য), পিতা- আলহাজ্ব হাফেজ জামাল উদ্দিন আহমদ, মাতা- মরহুমা সৈয়দা কুলছুমা বেগম।

স্বামী: ডা. মোহাম্মদ আবু তৈয়ব, প্রাক্তন পরিচালক- বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস এবং প্রাক্তন সিভিল সার্জন, চট্টগ্রাম। প্রাক্তন সহ-সভাপতি- স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চট্টগ্রাম।

মেয়ে: ডা. ফারহানা নিশাত সেহেলী, এমবিবিএস (ঢাকা) , এমপিএইচ (মালয়েশিয়া), সিসিডি (বারডেম)। আউটব্রেক ইনভেষ্টিগেশন অফিসার, আই, ই, ডি, সি, আর, ঢাকা। প্রাক্তন প্রভাষক- ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, ঢাকা। সহ-স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ যুব মহিলা লীগ।

ছেলে: প্রকৌশলী আহমদ ফাহাদ তৈয়ব, প্রাক্তন টেকনিক্যাল কনসালটেন্ট, পাওয়ার সেল, বিদ্যুৎ ভবন, ঢাকা। বর্তমান-অস্ট্রেলিয়ার মেলবোর্নে কর্মরত। নির্বাহী সদস্য- বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম । সাংগঠনিক সম্পাদক- চুয়েটিয়ানস ইঞ্জিনিয়ার ইন অস্ট্রেলিয়া এলামনাই।

স্থায়ী ঠিকানা: গ্রাম+ডাকঘর- মনসা, উপজেলা-পটিয়া, জেলা- চট্টগ্রাম।

সংসদীয় আসন: চট্টগ্রাম-১২ (পটিয়া)।

বর্তমান ঠিকানা:

(ঢাকা)- ফ্ল্যাট নং- এ/৫, নগর হোমস, ৮/২, নিউ সার্কুলার রোড, পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭।

(চট্টগ্রাম)– ৮/বি জুমাইরা লিভানা, এ.আর.স্কয়ার, ১৭ কাতালগঞ্জ আ/এ, রোড নং- ০২, পাঁচলাইশ, চট্টগ্রাম -৪২০৩।

শিক্ষাগত যোগ্যতা: এমএ, এলএলবি।

সাংগঠনিক পরিচয়-

চেয়ারম্যান                               :   জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

সভাপতি                                  :   চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ।

চেয়ারম্যান (প্রাক্তন)                  :   জাতীয় মহিলা সংস্থা, চট্টগ্রাম।

কার্যকরী সদস্য                         :   বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।

কার্যকরী সদস্য                         :   চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।

কার্যকরী সদস্য                         :   বঙ্গবন্ধু মহিলা পরিষদ, বাংলাদেশ।

উপদেষ্টা                                   :   বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

সাধারণ সম্পাদক (সাবেক)        :   চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ (১৯৯৮-ফেব্রুয়ারি, ২০১৭ইং)

মহিলা বিষয়ক সম্পাদক (সাবেক):   চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ (২০০৬ – ২০১৩ ইং)।

কার্যকরী সদস্য (সাবেক)              :   পটিয়া উপজেলা আওয়ামী লীগ।

সদস্য (সাবেক)                            :   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ (১৯৮৯-১৯৯১ ইং)।

সদস্য (সাবেক)                 :   বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ছাত্রলীগ (১৯৮৪-১৯৮৮ ইং)।

সামাজিক যোগাযোগ-

(ক) ম্যানেজিং পার্টনার                :   মা মনি হাসপাতাল, ৩৭, কে.বি. ফজলুল কাদের রোড, চট্টগ্রাম।

(খ) সহ-সভাপতি                         :   পটিয়া সমিতি, চট্টগ্রাম সিটি।

(গ) প্রেসিডেন্ট                             :   সৃষ্টি ট্রাস্ট, চট্টগ্রাম ।

(ঘ) আজীবন সদস্য                      :  চট্টগ্রাম সমিতি, ঢাকা।

(ঙ) আজীবন সদস্য                      :   পটিয়া সমিতি, ঢাকা।

(চ) আজীবন সদস্য                       :   মা ও শিশু জেনারেল হাসপাতাল, আগ্রাবাদ, চট্টগ্রাম।

(ছ) আজীবন সদস্য                       :   ডায়াবেটিক সমিতি, চট্টগ্রাম।

(জ) আজীবন সদস্য                      :   জেনারেল হাসপাতাল, রোগী কল্যাণ সমিতি, চট্টগ্রাম।

(ঝ) আজীবন সদস্য                      :   পটিয়া ক্লাব, চট্টগ্রাম।

(ঞ) আজীবন দাতা সদস্য             :   চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়, পটিয়া, চট্টগ্রাম।

(ট) আজীবন দাতা সদস্য              :   মনসা স্কুল এন্ড কলেজ, পটিয়া, চট্টগ্রাম ।

(ঠ) আজীবন দাতা সদস্য             :   শেখ রাসেল স্মৃতি পাঠাগার, পটিয়া, চট্টগ্রাম।

(ড) আজীবন সদস্য                    :   চাটগাঁ ভাষা পরিষদ, চট্টগ্রাম।

সরকারি  ও  ব্যক্তিগত  সফরে  দেশভ্রমণ:

ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ফিলিপাইন, সৌদি আরব, চীন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা।

রাজনৈতিক ক্যারিয়ার:

  • ২০০১ ইং এর নির্বাচনের পরে বিএনপি-জামাত জোটের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রামের সকল সভা-সমাবেশ, মিছিল ও সব ধরণের বিএনপি-জামাত জোট সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ (ঢাকা বঙ্গবন্ধু এভিনিউ, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, মিরপুর, প্রেসক্লাব, রাসেল স্কয়ার, চট্টগ্রাম লালদীঘি, নিউমার্কেট চত্ত্বর, প্রেসক্লাব, কর্ণফুলী ব্রীজ চত্ত্বর, মুরাদপুর, বহদ্দারহাট ও পটিয়ার বিভিন্ন এলাকা)।
  • ১১ জানুয়ারি,  ২০০৭  ইং  এর  পরবর্তী  সময়ে  দলীয়  বিভিন্ন  ঘরোয়া  কর্মসূচীতে  অংশগ্রহণ,  ঘরোয়াভাবে  বিভিন্ন দিবস উদযাপন, দলীয় প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর গ্রেফতারের পর তার মুক্তির জন্য মিলাদ ও দোয়া কামনা, আলোচনা সভা, প্রতিবাদ সভা,  চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীদের  সুসংগঠিত করা।
  • চট্রগ্রাম (১২)  পটিয়া  সংসদীয়  আসনে,  জাতীয়  সংসদ  নির্বাচন  করার  জন্য  পটিয়া  উপজেলা  আওয়ামী  লীগের তৃণমূলের ভোটে ২০০৮ ইং সালে ১১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রথম ৫ জনের প্যানেলে নির্বাচিত।
  • মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার  অশেষ আন্তরিকতায়  নবম  জাতীয়  সংসদে  বাংলাদেশ আওয়ামী  লীগের  সংরক্ষিত  আসনে  (৩০৯)  সংসদ  সদস্য  হিসেবে  নির্বাচিত।  মাননীয়  প্রধানমন্ত্রী,  দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রাম -১৩ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) এবং চট্টগ্রাম -১৪ (সাতকানিয়া-লোহগাড়া) এর সংসদ সদস্য হিসেবে নিষ্ঠার সহিত যথাযথভাবে দায়িত্ব পালন করেন।