গ্রামীণ জনপদের পণ্য পাওয়া যাবে, লালসবুজ ডট কমে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যআপা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলা উদ্যোক্তাদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে “লালসবুজ ডট কম” নামে  একটি ই-কমার্স মার্কেটপ্লেস তৈরি করা হয়েছে। উক্ত মার্কেটপ্লেসে গ্রামীণ নারী উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষকরে কোভিডকালীন নারীরা যে ক্ষতির সম্মূখীন হয়েছেন সে অবস্থা থেকে উত্তরণের সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য যে, উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠিত তথ্যকেন্দ্রে কর্মরত ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত তথ্যআপাদের সহায়তায় ইতোমধ্যে সারাদেশে ১৩০০০ (তের হাজার) এর অধিক নারী উদ্যোক্তা মার্কেটপ্লেসে নিবন্ধিত হয়ে তাদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয় করছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি গত ০৮ জুলাই ২০২১ খ্রিঃ তারিখে প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর হতে প্ল্যাটফর্মটিতে পণ্য ক্রয় বিক্রয় কার্যক্রম চলমান আছে।

লালসবুজ ডট কম মার্কেটপ্লেস এর নিজস্ব স্বকীয়তা প্রতিষ্ঠার লক্ষ্যে শুধু গ্রামীণ জনপদে উৎপাদিত পণ্যই এ প্ল্যাটফর্মে বিক্রয় করা হবে। এখানে দেখা যাবে বাংলাদেশের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী পণ্যের সমাহার। ফলে একজন ক্রেতা বাংলাদেশের সকল গ্রামীণ জনপদে উৎপাদিত বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য ক্রয়ের জন্য এই প্ল্যাটফর্মকে অগ্রাধিকার দিবেন বলে আমার বিশ্বাস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।