তথ্যআপা প্রকল্পের MIS এর মাধ্যমে অনলাইনে বেতন-ভাতা ও অন্যান্য বরাদ্দ প্রদানের শুভ উদ্বোধন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” এর MIS এর পে-রোল মডিউলের মাধ্যমে ৪৯০টি তথ্যকেন্দ্রে কর্মরত ১৯০৭ (এক হাজার নয়শত সাত) জনবলের অনলাইনে বেতন-ভাতা, বোনাস, অফিস ভাড়া ও অন্যান্য বরাদ্দ প্রেরণ করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাকসুরা নূর এনডিসি, নির্বাহী পরিচালক, জাতীয় মহিলা সংস্থা । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক জনাব মীনা পারভীন (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব নার্গিস খানম (যুগ্ম সচিব), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জনাব জি. এম রফিকুল ইসলাম, পরিচালক (উপ-সচিব), জাতীয় মহিলা সংস্থা, জনাব এস. এম নাজিমুল ইসলাম (উপ-সচিব), উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ), তথ্যআপা প্রকল্প (২য় পর্যায়), জনাব মোঃ লোকমান হোসেন (উপসচিব), উপ প্রকল্প-পরিচালক (ট্রেনিং ও মনিটরিং), তথ্যআপা প্রকল্প (২য় পর্যায়), জনাব কিসমত জাহান ফেরদৌসি (উপ-সচিব), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জনাব তাহমিনা সুলতানা (উপ-সচিব), উপ-পরিচালক (প্রশি: প্রকাঃ উন্নয়ন), জনাব তাহসিনা বেগম (সিনিয়র সহঃ সচিব), উপ-পরিচালক (প্রশাসন, হিসাব ও অর্থ), জাতীয় মহিলা সংস্থা এবং প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।